বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

দুটি কবিতা

বাংলাদেশ, তুমি কোনদিকে যাবে?

বাংলাদেশ তুমি কোন দিকে যাবে?
একদিকে গনতন্ত্র নামের সৈরাতন্ত্র!
অন্যদিকে গনতন্ত্রের ব্যর্থতায় সামরিক শাসন!

বাংলাদেশ, তুমি কোনদিকে যাবে?
একদিকে গনতন্ত্রের লাঠিয়াল পুলিশি শাসন!
অন্যদিকে গনতন্ত্রের ব্যর্থতায় সেনা শাসন!

বাংলাদেশ, তুমি কোন দিকে যাবে?
কোন দিকে যাবে? প্রিয় স্বদেশ আমার?

ভাববাদী মনে বৈধ হয় সব!

বিষ, বিষই.....
সেটা প্রিয়তমার হাতেই হোক কিংবা শত্রুর হাতে..
ভরা পেটেই হোক কিংবা খালি পেটে..
মদ, মদই.....
সেটা পুরান বোতলেই হোক কিংবা নতুন বোতলে..
রেড ওয়াইনই হোক কিংবা দেশি চুয়ানি...
হরতাল, হরতালই...
সেটা জামায়াতের হোক কিংবা বাংলাদেশ ইসলামী জোটের...
হেফাজতে ইসলামের হোক কিংবা সম্মিলিত সাংস্কৃতিক জোটের...

কিন্তু হায়! ভাববাদি মন,
প্রিয়তমার হাতের বিষকে অমৃত ভাবায়!
বিদেশী দামি পানীয়কে হালাল করে!
শত্রু মিত্র বিবেচনায় হরতালকেও জায়েজ করে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন