শনিবার, ২২ আগস্ট, ২০১৫

দুটি কবিতা



এ বাক্য ব্যর্থ হবে না।


অস্ত্র দেখিয়ে শাসন ক্ষমতা টেকে না!
ক্ষমতা টেকে জনগনের সমর্থনে অথবা সহনশীলতায়।
তবে নিদারুন পরিহাস হলো-
অস্ত্র দেখিয়ে যে ভীতিসঞ্চার করা যায়,
সে ভীতি জনগনের সাময়িক সহনশীলতা তৈরী করে!
অনেকে এখন বলবেন- কথা, ঐ একই হলো! শাষন ক্ষমতা তো ঠিকই টিকলো।
আমি বলি- টিকলো আর টিকে থাকবে, এর মাঝে ঢের তফাৎ।
টিকে আছে তবে সমর্থনবিহীন সহনশীলতায় টিকে থাকবে না।
যদি বঙ্গোপসাগরে বিলীন হয় দেড় লক্ষ বর্গ কিলো ভূমি,
উত্তল বানে প্লাবিত হয় কেওকারাডাংয়ের চূড়া
তবুও এ বাক্য ব্যর্থ হবে না।
সাময়িক সহনশীল জনগনের ক্রুদ্ধ চিৎকারেই
মাটিতে লুটাবে অস্ত্র, ক্ষমতা ঝড়বে-
শুষ্ক পাতার মত....
আবারও বলছি- এ বাক্য ব্যর্থ হবে না।
যদি বঙ্গোপসাগরে বিলীন হয় দেড় লক্ষ বর্গ কিলো ভূমি,
উত্তল বানে প্লাবিত হয় কেওকারাডাংয়ের চূড়া, তবুও না..
এ বাক্য ব্যর্থ হবে না।

ভালবাসার জন্য


প্রিয়তমা আমার,
দুদিন আগেও তুমি ছিলে আমার লেখার নিয়মিত পাঠক,
তুমি গর্বিত হতে, তুমি উৎসাহ দিতে...
যে উৎসাহের পুলকে জেগে উঠতো আমার চিন্তার পৌরুষ

দুদিন আগেও তুমি আমার পাশাপাশি দেশকে ভালোবাসতে,
রাজনৈতিক দৈনতার ছায়া সে ভালোবাসায় গ্রহন লাগালে
তুমি আক্ষেপে ফেটে পড়তে
চাইতে, এ আক্ষেপ ছড়িয়ে যাক সবার মাঝে

অথচ আজ, তুমি শুধু আমাকে ভালবাস!
দেশ তোমার কাছে গৌন, গনতন্ত্র প্রশ্নে মৌন
আমার নিরাপত্তা প্রশ্নে, আইসিটি আর ৫৭তে আছন্ন!

জেনে রাখো- প্রিয় আমার,
ভালবাসার জন্য- খুঁজে ফেরা যায় ১০৮ নীলপদ্ম
ভালবাসার জন্য- বাজি রাখা যায় হায়াতের বাকি ফর্দ
ভালবাসার জন্য- উপেক্ষা করা যায় আইনের রাঙ্গা চোখ
ভালবাসার জন্য- ভুলে থাকা যায় স্বজন হারানো শোক

তুমি কি এ শোক সইতে পারবে?
যদি পারো? তবে এসো, দেখাও ভালবাসার ক্ষমতা
তবে এসো, মুখস্থ করি ৫৭ ঘরের নামতা
৫৭ এককে ৫৭, ৫৭ দুগুনে ১১৪