শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

অবোধগম্য অনুভূতি!

গ্রামীনফোনের আবেগঘন অথচ বাসতসম্মত বিজ্ঞাপনের মতোই এ দেশের অবস্থা!!
মেয়ে কলেজ যাচ্ছে, আর চুপিচুপি পিছু নিচ্ছে বাবা। অবশেষে বাবা যখন ধরা পড়ে যায়, মেয়ের সেকি রাগ!
বড় হওয়ার আত্বসন্মানী অভিমানে মেয়েটি বলে চলে- 'তোমারে কতবার না কইছি, এভাবে পিছু নিবা না। তুমি কি আমারে বড় হইতে দিবা না?
ছলছল অপরাধী চোখে বাবা বলে- 'বাপ হইলে বুঝতি রে মা!"
 

আসলে সন্তানেরা এভাবে বোঝে না! বোঝেনা ক্ষমতাশীনেরাও!
তাইতো বিজ্ঞা...পনের অভিমানি কন্যার মতোই বঙ্গবন্ধু কন্যা সমালোচনার অভিমানে, জনগনকে শিক্ষা দেবার জন্য ঈদের পরে ঘোষণা দিয়ে চার দিন বিদ্যুৎ বন্ধ রাখার কথা বলেছেন!!!

জনগন এখন কি করবে?

বিজ্ঞাপনের সেই বাবার মতো ছলছল অপরাধী চোখে প্রধানমন্ত্রীকে বলতে পারে- 'জনগন হলে বুঝতি রে মা। শেয়ার বাজারে নিঃস্ব হলে বুঝতি। যানজটে ঘন্টা খানেক আটকা থাকলে বুঝতি। ব্যাগ হাতে বাজারে গেলে বুঝতি...বুঝতি রে মা, জনগন হইলে বুঝতি....'

২ + ২ = ১৪!!!

জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের আগে সাঁইজিকে কইলাম- 'অবশেষে তাইলে জামায়াত নিষিদ্ধ হইতাছে...
সাঁইজি হাসিয়া কইলো- 'এ ৫ ফুট ৬ ইঞ্চি মার্কা স্বপ্ন বাদ দাও!
আমি বিষ্ময় লইয়া জিগাইলাম- 'মানে কি?
সাঁইজি কইলো- 'মানুষ তার স্বপ্নের সমান বড়। তোমার উচ্চতা যেহেতু ৫ ফুট ৬ ইঞ্চি তাই এ স্বপ্নও ৫ ফুট ৬ ইঞ্চি...কিন্তু বাস্তবতা যে প্রাগৈতিহাসিক!!!
আমি কইলাম- 'প্রাগৈতিহাসিক.....
... সাঁইজি কইলো- 'চিন্তা করো বৎস, এখানেই রহিয়াছে চিন্তাশীলের জন্য নিদর্শন। প্রাগৈতিহাসিকে প্রাচীর পায়ের দগদগে ঘাঁ কেন চিকিৎসা বিহীন রহিয়া যায়?
আমি জবাব দিলাম- 'এ ঘাঁ ই যে ব্যবসার পুঁজি! ঘাঁ সারিলে যে ভিক্ষায় ভাটা পড়িবে!
সাঁইজি হাসিয়া কইলো- 'প্রাগৈতিহাসিক কাল হইতে ইহাই রীতি, তা ভিক্ষাবৃত্তিতেই হোক কিংবা চেতনা ব্যবসায়। চিকিৎসা করিয়া, আইন করিয়া কেই বা পুঁজি হারাইতে চায়.....


কিন্তু সাঁইজির অনুমান মিথ্যা প্রমান করিয়া, আদালতে জামায়াতের নিবন্ধন বাতিল হইলো!  বিজয়ের হাসি হাসিয়া, সাঁইজিকে কহিলাম- 'প্রাগৈতিহাসিক কাল কি আর আছে সাঁইজি? দিন বদলাইছে না? প্রাচীর ঘা না সারিলেও জামায়াত কিন্তু ঠিকই নিষিদ্ধ হইয়াছে!
বিরক্তি নিয়া সাঁইজি কইলো- 'তোমরা হইলা হাইকোর্ট দেখা বাঙ্গাল! অল্প পানির রাজনৈতিক ব্যাঙ, সমুদ্রের বেশী পানির রাজনৈতিক প্যাচে পইড়া লাফাইতাছ...
আমি কইলাম- মানে কি?
সাঁইজি কইলো- 'জামায়াত তো নিষিদ্ধ হয় নাই, নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হইয়াছে মাত্র।
আমি কইলাম- 'ঐ একই তো হইলো?
সাঁইজি হাসিয়া কইলো- 'ওরে বেভুল তুই করছিস ভুল। ফেসবুকে আইডি ব্লক আর রং পাসওয়ার্ডে এন্টার চাপায় লগইন ব্যর্থতা কি এক হইলো? যদিও দুইডাই লগআউট অবস্থা!
আমি কইলাম- 'না। রং পাসওয়ার্ডে এন্টার চাপার লগইন ব্যর্থতা, রাইট পাসওয়ার্ডে লগইন হবে কিন্তু ব্লক হইলে তো আইডি ই গেল....
সাঁইজি কইলো- 'এখানেই রহিয়াছে চিন্তাশীলের জন্য নিদর্শন। রাজনৈতিক রং পাসওয়ার্ডে এন্টার মারা জামায়াত, আওয়ামী সঠিক পাসওয়ার্ডে এন্টার মারিলেই আবার নিবন্ধনে লগইন করিবে....
বলিয়াই সাঁইজি শুরু করিল, রক এন্ড রোল- "কলিজায় সাউন্ড মারছে ৯৬'র ডাক, ডারলিংয়ের নিবন্ধন আজ জিন-ভূতে খাক"...
আমি বিরক্তি নিয়া কইলাম- 'স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিরুদ্ধে এ আপনার কেমনতর বিবেচনা?
সাঁইজি হাসিয়া কইলো- 'দুইয়ে দুইয়ে চার মিলাও বৎস। উপাত্ত হিসাবে মন্তব্য দুইডাও রাখিও-
মন্তব্য এক.- "শর্ত পূরন করে ফের আবেদন করতে পারবে জামায়াত"--নির্বাচন কমিশনের প্রধান আইনজীবি শাহদীন মালিক।
মন্তব্য দুই.- "জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই"--সৈয়দ আশরাফুল ইসলাম।

তাগাদার স্বরে সাঁইজি কইলো- 'কিহে, দুইয়ে দুইয়ে চার মিলিয়াছে?
আমি করুন স্বরে কইলাম- আমার তো চার মিলিয়াছে সাঁইজি! কিন্তু অনেকেই দেখি দুইয়ে দুইয়ে, চারের আগে এক বসাইয়া চৌদ্দ মিলাইতাছে!
সাঁইজি হাসিয়া কইলো- 'দলকাঁনারা তো দিন শেষে চৌদ্দই মিলাবে, মিলিবে! হাজার হোক জোটটা তো চৌদ্দ দলেরই, নাকি?