সোমবার, ১৮ মার্চ, ২০১৩

রাজনীতির খেলা সমগ্র!


ছোটবেলা থেকেই শুনে আসছি- দাবা খেলা নাকি রাজ-রাজাদের খেলা। যে খেলায় আছে রাজা, আছে মন্ত্রী, আছে হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া, আছে রাজ-রাজাদের নিরাপত্তার ঘুটি উলুখাগরা প্রজা!
এক সময় ভাবতাম, দাবা খেলাই রাজনীতি! প্রজার ক্ষমতা আর অর্জন যেখানে সীমাবদ্ধ! শুধু মাত্র এক কোট, সামনে কিম্বা কচে! ক্ষমতাবানের মতো যাদের পেছনে ফেরার অবকাশ নেই। এটাই হয়তো জনসাধারনের নিয়ত এবং নিয়তি! যারা শুধু সামনেই এগোতে জানে, বিপদে বুক চেতিয়ে দাড়াতে জানে, ক্ষমতাবানের মতো বিপদ দেখে পিছু হাটতে জানে না। এক কোর্টের ক্ষমতাই যাদের বড় অর্জন যখন ৫ বছর পর পর ব্যালটের কোর্টে ছাপ মেরে দেয়......
দাবার সাথে রাজনীতির আরেকটি সাদৃশ্য হলো- রাজার ক্ষমতায়! সর্বক্ষমতাময়ের ক্ষমতা যখন শুধুই এককোর্ট! রাজারা যেখানে শুধুই ইয়েস উদ্দিন কিংবা জি হুজুর রহমান!
বৈশাদৃশ্য যে নেই তা না! বরং রাজনীতি অনেকটা সিনেমার মতো- ক্রাইসিস আর ক্লাইমেক্সে ভরপুর! এখানে রানী আছে রাজকন্যাও আছে। এখানে ভিলেনের গুলিতে নিহত হয় আদর্শ বাবা কিংবা ন্যায়পরায়ন স্বামী! দাবায় আর যাই হোক রানী নেই, রাজকন্যা তো নেই ই.........
সে দিক থেকে বরং রাজনীতির সাথে মিল আছে কার্ড খেলার! যেখানে রাজা আছে, রানী আছে, রাজকন্যা না থাকুক অন্তত যুবরাজ আছে.....
ক্রাইসিস, ক্লাইমেক্স