শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

অবোধগম্য অনুভূতি!

গ্রামীনফোনের আবেগঘন অথচ বাসতসম্মত বিজ্ঞাপনের মতোই এ দেশের অবস্থা!!
মেয়ে কলেজ যাচ্ছে, আর চুপিচুপি পিছু নিচ্ছে বাবা। অবশেষে বাবা যখন ধরা পড়ে যায়, মেয়ের সেকি রাগ!
বড় হওয়ার আত্বসন্মানী অভিমানে মেয়েটি বলে চলে- 'তোমারে কতবার না কইছি, এভাবে পিছু নিবা না। তুমি কি আমারে বড় হইতে দিবা না?
ছলছল অপরাধী চোখে বাবা বলে- 'বাপ হইলে বুঝতি রে মা!"
 

আসলে সন্তানেরা এভাবে বোঝে না! বোঝেনা ক্ষমতাশীনেরাও!
তাইতো বিজ্ঞা...পনের অভিমানি কন্যার মতোই বঙ্গবন্ধু কন্যা সমালোচনার অভিমানে, জনগনকে শিক্ষা দেবার জন্য ঈদের পরে ঘোষণা দিয়ে চার দিন বিদ্যুৎ বন্ধ রাখার কথা বলেছেন!!!

জনগন এখন কি করবে?

বিজ্ঞাপনের সেই বাবার মতো ছলছল অপরাধী চোখে প্রধানমন্ত্রীকে বলতে পারে- 'জনগন হলে বুঝতি রে মা। শেয়ার বাজারে নিঃস্ব হলে বুঝতি। যানজটে ঘন্টা খানেক আটকা থাকলে বুঝতি। ব্যাগ হাতে বাজারে গেলে বুঝতি...বুঝতি রে মা, জনগন হইলে বুঝতি....'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন