শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

পলিটিক্যাল গেমারের আঁতাত গেমস!

(সাঈদীর রায় নিয়ে সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেয়া আমার 'মুহূর্তের মন্তব্যর' কয়েকটি নির্বাচিত মন্তব্য এখানে দেয়া হলো)

এক.
আওয়ামী ফ্র্যাঞ্চাইজির "যুদ্ধাপরাধ প্রিমিয়ার লীগ" জমে উঠেছে....
শাহবাগি বল সিমানার বাহিরে, জামায়াতি চিয়ারলীডারদের বৃহস্পতি ও রোববার হরতালি উল্লাস...আম্পায়ার দুহাত তুলে জানিয়ে দিলেন- আর অক্কা নয়, এটা ছক্কা....

দুই.
বুঝলাম- 'তলে তলে জামায়াতের মহিলা আমির' নামক নতুন পদ সৃষ্টি হইয়াছে.....!!

তিন.
"আমার মনও শাহবাগের আন্দোলনে ছুটে যেতে চায়।" -১১ ফেব্রুয়ারি ২০১৩, সংসদে শেখ হাসিনা।
হায়!! শাহবাগে ব্যাবহৃত আজকের জলকামান আর টিয়ারসেল, বাঙ্গালির দূর্বল স্মৃতিকে শুধুই উপহাস করে..

চার.
সাঈদীর ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদন্ড দেয়া পাঁচ বিচারপতির যে অভিশংসনের দাবী এখনো ওঠেনি!! দেখে আমি বিষ্মিত........!!
অথচ 'চেতনা গেইম' বাঁচাতে, এটাই হতে পারে আওয়ামীলীগের শেষ এবং একমাত্র অস্ত্র!!

পাঁচ.
অগ্রহনযোগ্য নির্বাচনে আসা ক্ষমতার স্বস্তি নিশ্চিত করতে, আওয়ামীলীগ বড় অস্বস্তিতে ফেলেছে নুন্যতম বোধ সম্পন্ন আওয়ামী সমর্থকদের...
অবশ্য, এ নিয়ে গোপন অস্বস্তি কাজ করছে, গোঁড়া আওয়ামীলীগারদেরও! যারা এখনো লোক দেখানো আনুগত্যে বলে যাচ্ছেন- "জামায়াতের সাথে আওয়ামীলীগের কখনোই সমঝোতা হতে পারে না"!
ভাইলোগ,
ধৈর্য্য ধরুন। আর কদিনের মধ্যেই অপেক্ষাকৃত দূর্বল গিনিপিগ কামরুজ্জামানের ফাঁসির মাধ্যমে, শিশু ভোলানো বিচার দেখানো হবে....
যা আপনাদের আঁতাত অস্বস্তি দুর করে, উচ্চস্বরে "জামায়াতের সাথে আওয়ামীলীগের কখনোই সমঝোতা হতে পারে না"! বলার গলার জোড় বাড়িয়ে দেবে..

ছয়.
বান্ধবির বাবা-মা বাসায় না থাকার সুযোগে বাসার দখল নিয়েছেন আপনি!
সমস্যা বলতে, বান্ধবির অতি পাকনা ছোট ভাই! এখন আপনি কি করবেন?
এক বক্স চকলেট আর কয়েকটি গেমস ডিস্ক নিয়ে যান। আপনার কথিত শ্যালকটি চকলেট খেতে খেতে, ভিডিও গেমস নিয়ে ব্যস্ত থাকবে। আর আপনি নিশ্চিন্ত নির্ভবনায় চালাবেন আপনার রেসিং গেম!!
রাজনৈতিক তরজমাঃ
৫ জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনে দেশটার দখল নিয়েছে আওয়ামীলীগ!
সমস্যা বলতে, অতি পাকনা জনগন! এখন আওয়ামীলীগ কি করছে?
এক বক্স চেতনা ধরা খাওয়া চকলেট আর আঁতাত গেমস সরবরাহ করেছে। জনগন, আওয়ামীলীগের চেতনা ধরা খাওয়ার চকলেট খেতে খেতে, আঁতাত গেমস নিয়ে মেতে আছে! আর আওয়ামীলীগ নিশ্চিন্ত নির্ভবনায় সংবিধানের ষোড়শ সংশোধন করে ফেলছে!
ওয়েল প্লেইড, দ্যা পলিটিকাল গেমার 'আওয়ামীলীগ'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন