শনিবার, ৬ জুলাই, ২০১৩

নির্বাচন সুষ্ঠতার ডিলারেরা আসেন অংক করি

নির্বাচন সুষ্ঠ হয়েছে, সরকারের নৈতিক বিজয় হয়েছে, প্রমান হয়েছে দলীয় সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন সম্ভব....
বলে বলে সান্তনা খোঁজা সুষ্ঠতার ডিলারেরা আসেন অংক করি-

প্রশ্ন এক.- গাজীপুরের মোট ভোটার ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৬৪ জন। ইসি'র দেয়া তথ্যমতে, ভোট কাস্টের হার ৬০% হলে, মোট কাস্টকৃত ভোটের পরিমান কত?

সমাধান-
১০০ জনে কাস্ট হয় ৬০ ভোট
১ জনে কাস্ট হয় ৬০/১০০ =০.৬ ভোট
১০২৬৯৬৪ জনে কাস্ট হয় ৬০*১০২৬৯৬৪/১০০ = ৬১৬১৭৮ ভোট(প্রায়)

উত্তর- মোট কাস্টকৃত ভোটের পরিমান ৬১৬১৭৮ ভোট(প্রায়)।

যেহেতুএর মধ্যে নষ্ট ভোটও আছে তাই কাস্টকৃত ভোট থেকেই নষ্ট ভোট বাদ দিলেই পাওয়া যাবে সঠিক ভোটের সংখ্যা। ধরা যাক নষ্ট ভোট ১০০০০, তাহলে সঠিক ভোটের সংখ্যা=৬১৬১৭৮-১০০০০=৬০৬১৭৮ ভোট।

প্রশ্ন দুই.- মান্নান পেয়েছেন- ৩,৬৫৪৪৪ ভোট, আজমত পেয়েছেন- ২,৫৮৮৬৭ ভোট এবং অন্যান্য প্রার্থীরা পেয়েছেন- ১১৭৩৭ভোট। তাহলে সকল প্রার্থীর মিলিত ভোট কত?

সমাধান-
মান্নানের ভোট+ আজমতের ভোট+ অন্যান্য প্রার্থীর ভোট= ৩,৬৫৪৪৪+২,৫৮৮৬৭+১১৭৩৭ =৬৩৬০৪৮ ভোট।

উত্তর- সকল প্রার্থীর মিলিত ভোট ৬৩৬০৪৮।

প্রশ্ন তিন.- সঠিক ভোট ভোট ৬০৬১৭৮, অথচ সকল প্রার্থীর মিলিত ভোট ৬৩৬০৪৮! এখানে অতিরিক্ত ভোট কত?

সমাধান-
সকল প্রার্থীর মিলিত ভোট - সঠিক ভোট = ৬৩৬০৪৮ - ৬০৬১৭৮ = ২৯৮৭০ ভোট!

উত্তর- অতিরিক্ত ভোট-২৯৮৭০!!

এইবার কন ভাই, সুষ্ঠ নির্বাচন নিয়া কি যেন কইতে লাগছিলেন???
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন