মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

এ দেশে মানবাধিকার কমিশনের দরকার কি???



'এ দেশে গরিবের জন্য বিচার নাই'!!!

নির্মম সত্যটা অনেক দেরিতে বুঝলেন লিমনের বাবা তোফাজ্জেল হোসেন।
গরিবের ভাত নাই, কাপড় নাই, নাই মাথা গোজার ঠাই।
ইয়াসমিনদের ইজ্জত নাই, লিমনদের পা নাই, শাহিনাদের জীবনের নিরাপত্তা নাই! এ দেশে গরিবের বিচার নাই, নাই গরিবের মানবতাও!
প্রতি মাসে আদালতে হাজিরা দেবার খরচের অক্ষমতায় এ বিচার বিক্রি হয়! একটি সরকারী অথবা বেসরকারী চাকরির প্রয়োজনে, প্রধানমন্ত্রীর ফটোসেশানের সহায়তার দাবীতে এ বিচার চাপা পড়ে! নুন্যতম স্বাভাবিক জীবন যাপনের স্বার্থেও বিচার গরিবের জন্য শুধুই মধ্যস্থতা!
আর তাইতো গরিবের জন্য মানবাধিকার কমিশন হয়ে যায় বর্বরতা আর মানবতার 'মধ্যস্থতা কমিশন'! মুখে মানবতার বুলি কপচে করে ক্ষমতার পূজা! বলে- 'র্যাবের সাথে যুদ্ধ করে পারা যাবে না। কারন রাষ্ট্র তাদের পক্ষে। রাষ্ট্রের সাথে লড়াই করে টেকা যায় না।"
যে রাষ্ট্রের একটি বাহিনীর মানবাধিকার লংঘনের বিচার প্রত্যাশিকে মধ্যস্থতার প্রস্তার দেয় সয়ং মানবাধিকার কমিশন! সে দেশে মানবাধিকার কমিশনের দরকার কি?
যে দেশে এক পা হারানো পঙ্গু লিমনের বিচার নাই সে দেশে দুই পা হারানো লুলা 'মধ্যস্থতা কমিশনের' কোন দরকার নাই।।।

***মধ্যস্থতা সফল হোক না হোক, মাহশাল্লাহ্ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান দ্বিতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন। অভিনন্দন জনাব রহমান। লিমন বিচার না পাক আপনি তো চাকরির বর্ধিত মেয়াদ পেয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন