বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

কোরবানীর যে শিক্ষাটা বাংলাদেশ নিতে পারে!

এ দেশের অভিভাবক, স্বজন ও শুভাকাঙ্খিদের নতুন এক দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে তরুনদের সমাজ সচেতনতা! যুগের নবধারা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তরুনদের মতামত প্রকাশে যে স্পষ্ট উচ্চারন, তা ভবিষৎ বাংলাদেশ নিয়ে আশাবাদের কারন....
তবে এ স্পষ্ট উচ্চারন করতে গিয়ে তরুনদের নিতে হচ্ছে ৫৭ ধারার চোখ রাঙ্গানি এবং বিভিন্নভাবে ও বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক হয়রানির ঝুঁকি! প্রিয়জনকে ঝুঁকির মুখে দেখে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়াটা সংগতই বটে।
এ জন্যই অভিভাবকেরা এখন সন্তানদের ফেসবুক, ব্লগে লিখতে নিষেধ করেন! বিশেষত রাজনীতি এড়িয়ে যেতে বলেন, সময়ের হাওয়া বুঝে নিজের ভবিষৎ গড়ার পরামর্শ দেন!(আমার অসংখ্য বন্ধুর ফেবু স্ট্যাটাস এবং কথা বলে জানা)
এখন প্রশ্ন হলো- তবে কি আর তরুনেরা লিখবে না? লিখলে কি নিয়ে লিখবে? ফুল-ফল-লতা-পাতা? তরুনেরা কি তাদের যৈবনিক ঝুঁকি এড়িয়ে যৌবনের তাড়নায় লিখবে, বনতলার বিদিশায় দিশা হারিয়ে দুদন্ড শান্তি পাবার গল্প!
তবে আমি আশাবাদি, বনলতা নিয়ে লিখতে গেলে তরুনেরা আগ্রহী হবে জীবনানন্দ দাশ সম্পর্কে, তারা জানবে জীবনানন্দ দাশের মা ছিলেন কুসুমকুমারী দাশ। যে মহীয়সি 'আদর্শ ছেলে' কবিতায় করেছেন অমর কতিপয় পংক্তি। বাংলার এমন কোন মা নেই যে তার সন্তানদের সে পংক্তি শোনায়নি এবং এমন কোন মা থাকবে না যে এ পংক্তি সন্তানদের শোনাবে না!
♫♪আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে♫♪
মায়ের মুখে এ পংক্তি শুনে শুনে বড় হওয়া তরুন প্রজন্ম শুধু জীবনানন্দ দাশের মায়ের বিষয়েই নয় বরং আগ্রহী হবে শহীদ জননী জাহানারা ইমাম সম্পর্কেও। মুক্তিযুদ্ধের কঠিনতম সময়ে, সময়ের দাবীতে যে মা তার সন্তানকে বলেছিলেন- "দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। যা, তুই যুদ্ধে যা"
তরুনেরা হয়তো আক্ষেপ নিয়ে ভাববে- 'আমাদের দেশে হবে সেই প্রিয়জনেরা কবে?
তবে এটা আক্ষেপ করার সময় নয়! এটা দৃঢ় সংকল্প গ্রহনের সময়। যে সময়কে শানিত করবে কোরবানীর শিক্ষা।
এদেশের ৯০% মানুষ মুসলিম। ধর্মের প্রতি রয়েছে যাদের অগাধ টান। স্রষ্টার ইচ্ছা পুরনে পিতা ইব্রাহীম(আঃ) প্রিয়তম সন্তানকে কোরবানী করার সংকল্প এবং স্রষ্টার ইচ্ছা বাস্তবায়নে ইসমাইল(আঃ) আত্মউৎসর্গের সাহস যে কোরবানীর শিক্ষা, তার প্রতি রয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভব।
স্বাধীনতা এ দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন। যে স্বাধীনতা অর্জনের জন্য অসংখ্য পিতা-মাতা তার সন্তানকে কোরবানী করার যে উদাহরন, তার সঙ্গে জড়িয়ে রয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতি।
তাই কোরবানী ঈদের এ সময়ে এ দেশের তরুনেরা, ঈমানের অঙ্গ দেশপ্রেমে, গনতন্ত্র প্রতিষ্ঠায় আত্মউৎসর্গের সাহস পেতে পারে কোরবানীর শিক্ষায়।
এ দেশের পিতারা দেশপ্রেমের জন্য নিতে পারে প্রিয়তম সন্তানকে কোরবানী করার সংকল্প।
এ দেশের মায়েরা সন্তানের সংকল্পকে মেনে নিয়ে বলতে পারে- যা তোকে দেশের জন্য কোরবানী করে দিলাম।
কোরবানীর এ শিক্ষাটা বাংলাদেশ নিতে পারে, এ শিক্ষা বাংলাদেশকে নিতেই হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন