বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

ষোল আনাই মিছে

ড. শিরিন শারমিন চৌধুরী যখন স্পিকার হিসাবে শপথ নিলেন। তার অল ফাস্ট ক্লাস ফাস্ট রেজাল্ট দেখে, অপার বিষ্ময়ে ভেবেছিলাম- রাজনীতির এ দুর্বৃত্তায়নের সময়ে অশিক্ষিত আর অর্ধশিক্ষিত লিলিপুটদের মাঝে তিনি উচ্চ শিক্ষার এক গালিভার!
তিনি জানেন- "চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?" নদীর ধারা কেমন করে পাহাড় থেকে ভাসে?"

কিন্তু হায়! এতকিছু জানলেও তিনি জানেন না, প্রথিতযশা সাংবাদিক এবং ১৯৭৩-এ বঙ্গবন্ধুর নির্দেশে নির্বাচন করে সংসদ সদস্য হওয়া এবিএম মূসা, সংসদ সদস্য ছিলেন!!
সদ্য প্রয়াত সাবেক সাংসদ এবিএম মূসার জানাজা কেন সংসদ সচিবালয়ের দক্ষিণ প্লাজায় হয় নি? এ প্রশ্নের উত্তরে ড. শিরিন বলেন- "আমি জানতাম না এবিএম মূসা সংসদ সদস্য ছিলেন।"

@মাননীয় স্পিকার,
এমন 'অল ফাস্ট ক্লাস ফাস্ট' দিয়া জাতি কি করিবে? শুধু মাত্র বিসিএস-এ 'দেশের প্রথম নারী স্পিকার কে? এ প্রশ্নের উত্তর ছাড়া?

(ড. শিরিন শারমিন চৌধুরী'র জন্য এই মুহূর্তে আমি ডেডিকেট করছি- সুকুমার রায়ের চিরন্তন কবিতা 'ষোল আনাই মিছে')

"বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে ?
চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?"
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, "সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।"

খানিক বাদে কহেন বাবু "বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে ?
বলত কেন লবণপোরা সাগর ভরা পানি ?"
মাঝি সে কয়, "আরে মশাই অত কি আর জানি ?"
বাবু বলেন, "এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি ?"

আবার ভেবে কহেন বাবু "বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো ?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন ?"
বৃদ্ধ বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন ?"
বাবু বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,--
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।"

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে !
মাঝিরে কন, "একি আপদ ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকি আজি ?"
মাঝি শুধায়, "সাঁতার জানো ?" --মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, "মশাই, এখন কেন কাবু ?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন