শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

আওয়ামীলীগ কি আবার ক্ষমতা আসতে যাচ্ছে?

আওয়ামীলীগ কি আবার ক্ষমতা আসতে যাচ্ছে?

বিশেষত, তাদের ইশতেহারের মেগা ইস্যু যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হওয়া, এ বিচারকে কেন্দ্র করেই মৃতপ্রায় গনজাগরন মঞ্চকে পূনজাগরন করা, চাপে ফেলে এরশাদকে নির্বাচনে নিয়ে এসে একতরফা নির্বাচনকে বৈধ করা, একই সাথে তাদের একগুয়েমী মনোভাব এবং আবার ক্ষমতা পেতে মরিয়া চেষ্টা, এ প্রশ্নটিকে সামনে নিয়ে আসছে এবং গুরুত্বপূর্ন করে তুলছে...

ইতিমধ্যেই, সংলাপ-সমঝোতা-সর্বদলীয় নির্বাচন নিয়ে সকল প্রচেষ্টাই ফেল করেছে! এমনকি ব্যর্থ হয়েছে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মিশন!
তবে কি সমঝোতা বিহীন একদলীয় একগুয়েমিতেই নির্ধারন হবে বাংলাদেশের ভবিষৎ?

উত্তরঃ না। আওয়ামীলীগের পক্ষে সেটা সম্ভব হবে না! কারন তাদের পরিকল্পনায় হয়তো সবকিছুই রেডি আছে, শুধু পূবের বাতাসটা ছাড়া!!

চীনে ২২০- ২৮৩ সাল ছিলো তিন রাজার যুগ। তখন বিখ্যাত রণকুশলী কাও কাও-এর নেতৃত্বে উই রাজ্যের সেনাবাহিনীকে মোকাবেলা করেছিলো সম্মিলিতভাবে অপর দুই রাজ্য উ এবং শু রাজ্যের সেনাবাহিনী। উ রাজ্যের ঝো উ পরিকল্পনা করেছিলেন কাও কাও-য়ের নৌবহর পুড়িয়ে দেবার জন্য কয়েকটি জাহাজে আগুন ধরিয়ে সেদিকে ঠেলে দেবেন। তখন ছিলো শীতকাল এবং ঝো উ-র নৌবহর ছিলো পূর্বদিকে। কাও কাও-য়ের নৌবহর ছিলো পশ্চিম দিকে। কাও কাও-য়ের নৌবহরের দিকে প্রজ্জলিত জাহাজ পাঠানোর জন্য সবকিছুই প্রস্তুত ছিলো, শুধু ছিলো না পূবালী বাতাস। পূবদিকের বাতাস প্রয়োজনীয় ছিলো প্রজ্জলিত জাহাজকে লক্ষ্যস্থানে পাঠানোর জন্য।
এ উপকথা থেকে আমরা বুঝতে পারি- গুরুত্বপূর্ন বিষয় বাদ দিয়ে আর সব কিছু রেডি থাকাও মূল্যহীন....

এখন অনেকে প্রশ্ন করতে পারেন- বাংলাদেশের বাস্তবতায় পূবের বাতাসটা কি?

উত্তরঃ জনসমর্থন।

আওয়ামীলীগ জনসমর্থন হারিয়েছে কিন্তু বাকি সব রেডি করেছে।
কিন্তু হায়! বাকি সব কোন কাজে দেবে না, পূবালী বাতাস ছাড়া। কাজে দেবেনা জনসমর্থন ছাড়া।
আর এ জন্যই, বাকি সব রেডি থাকলেও আবার ক্ষমতায় আসতে পারবে না আওয়ামীলীগ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন