বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

দুটি কবিতা

আসছে যে জলপাই!

গনতন্ত্র ভ্রমরের, অস্থির ছোটাছুটিতে
ঘটছে ফুলে পরাগায়ন
আসছে শীতে হয়তো হবে-
জলপাই'য়ের বাম্পার ফলন!
বাগান থেকে, আড়ত থেকে
ব্যারাক থেকে বাজার টানে
বিকোবে আগোরা, স্বপ্ন হয়ে
হকারের ঐ চলন্ত ভ্যানে...
কাগজে টিভিতে রেসিপি ফ্যাসনে
মেন্যু হবে জলপাই
সামরিক রোলার গ্রেভি কিংবা
অলিভ পিপল ফ্রাই...
তবুও ভ্রমর করে ছোটাছুটি-
শীতের সঞ্চয় চাই
বুঝবে কি তারা, তাদেরই ভুলে
আসবে, আসছে যে জলপাই।


 বেজম্ম ঐরশ!

গনতন্ত্রের কুমারীমাতা এক সন্তান জন্ম দিয়েছে....
চারিদিকে ঘোর আলোচনা- পোলা কালা না ধলা!
অভিনন্দনের জোয়ারেও ভাসছে কেউ কেউ- বাধাই হো, বাধাই হো...

তোমার জন্য দুঃখ হয় হে সমাজ,
কুমারীমাতার জন্য, নবাগত সন্তানের জন্য
তোমার যে দরদ,
এ অপরাধও কম নয়
নাম না জানা সে পাপিষ্ঠ পিতার চেয়ে...

নবাগত সন্তান
তুমি হতে পারো, কালা কিংবা ধলা!
এতে আমার কিছুই যায় আসে না।
তোমার নিষ্পাপ মুখের দিকে চেয়ে আমার দুঃখ হয়-
কি বেজন্মা পরিনতি তোমার?
ভালোবাসার ঐরশ তোমায় অবৈধ জন্ম দিয়েছে..
আর সমাজের বিবেক বিক্রি ঐরশ
তোমাকে প্রকৃতই বেজম্মা করেছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন