রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

পর্নোগ্রাফি নয়, ব্লগ হয় সুলিখিত নয়তো কুলিখিত!


অশ্লীলতা শব্দটির কোন সঠিক ও গ্রহনযোগ্য ব্যাখ্যা ও বিশ্লেষন কেউ করেছেন কিনা আমার জানা নেই। বাংলাদেশের এক চিত্রপরিচালক "অশ্লীলতার কোন সংগা নেই" জাতীয় কথা বলে বেশ আলোড়ন তুলেছিলেন! তবে অশ্লীলতা সম্পর্কে সুন্দর ও শুদ্ধতম মন্তব্য করেছিলেন, অস্কার ওয়াইল্ড তার পিকচার অফ ডৌরিয়্যান গ্রে বইটিতে-
There was actually nothing as a moral or immoral book, Books were either well written or badly written"
অস্কার  ওয়াইল্ড যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি তার মন্তব্য অন্যভাবে লিখতেন। কারন আজ ভিন্নমত অশ্লীলতা, আজ অন্যায়ের সমালোচনা অশ্লীলতা, অশ্লীলতা শুদ্ধচিন্তা!
৩ ডিসেম্বর, এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন- ব্লগ এখন অনেকটা পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে! তথ্যসুত্র
 আমি জানিনা, সৈয়দ ইসলাম বিডিব্লগ, প্রথমআলো ব্লগ নিয়মিত পড়েন কিনা? যদি পড়ে থাকেন এবং ব্লগ যদি পর্নোগ্রাফি হয়! তাহলে আশার কথা, অন্তত পর্নোগ্রাফির টানে হলেও আমাদের রাজনীতিবিদেরা ব্লগ(আসলে রসময়গুপ্ত) পড়ছেন!
ডি.এইচ.লরেন্স যথার্থই বলেছিলেন-
What is pornography to one man is the laughter or genius to another.
অনেকের কাছে হাস্যকর, পর্নোগ্রাফি মনে হলেও আমাদের গনতন্ত্রের দূর্বল ও অথর্ব বিরোধীদল যখন ঠুনকো অযুহাতে গঠনমূলক সমালোচনা থেকে দূরে সড়ে যাচ্ছে, তখন গনমাধ্যম বিশেষকরে ব্লগগুলো যখন গঠনমূলক সমালোচনা করছে তা কি গনতন্ত্রকে সুদৃঢ় ভিত দিতে সহায়ক নয়???
তবে হ্যা, সৈয়দ ইসলামের যে কথা গুলোর যৌক্তিক  আবেদন রয়েছে-
(১)  ব্লগ গুলোতে ব্যক্তির বিরুদ্ধে অশালীন ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, কিন্তু অশালিন মন্তব্য গুলো মডারেশন করা হয় না।
(২) প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব সহ অনককে নিয়ে ব্লগে অশালীন ও কুৎসিত মন্তব্য করা হয়। যার সঙ্গে বক্তব্যের কোনো সম্পর্ক নেই।
(৩) নিজেদের ক্রেডিবিলিটি ধরে রাখতে ব্লগগুলো মনিটর করা।
এ মন্তব্যের সাথে আমিও একমত তবে
(৪) সবাইকে ব্লগ মডারেট করতে হবে।
এ মন্তব্য অনেক বেশী কর্তৃত্ব পরায়ন বলে মনে হয়েছে।
 তাকে বুঝতে হবে, জনমত তাদের অনেক কাজের মডারেশন দাবি করে, তারা ক্ষমতার দম্ভে নিজেদের অযোক্তিক কাজ গুলো মজারেশন করবেন না কিন্তু জনগনের ক্ষোভের বহিঃপ্রকাশ মডারেট করতে বলবেন তা কি করে যোক্তিক আবেদন সৃষ্টি করতে পারে??? বিনা মডারেশনে সে ব্লগ ক্ষমতাশীনের কাছে পর্নোগ্রাফি মনে হলেও ক্ষুব্ধ জনমনে তা বাস্তব মনে হতে পারে! তবে অস্কার ওয়াইল্ডের ভাষায় বলা যায়- "ব্লগ কখনো পর্নোগ্রাফি হয়না ব্লগ হয় সুলিখিত নয় তো কুলিখিত"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন