বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

সত্য সেখানে চাপা পড়বেই

বিশ্বাসীরা তো বিশ্বাসী বটেই,
এতদিন যারা বলেছে অবিশ্বাস দীর্ঘজীবি হোক-
তারাও বিশ্বাস এনেছে প্রশ্নবিহীন অনুগত্যে!
বিশ্বাস এনেছে আবেগের অতিশয্যে....


আসলে ব্যাপারটা হলো-
মতাদর্শ প্রচারই যেখানে চুরান্ত লক্ষ্য
যুক্তি যেখানে নিজকে প্রতিষ্ঠিত করার যন্ত্র
ভন্ডামি যেখানে সুশিলতার পরিচায়ক
সত্য সেখানে চাপা পড়বেই....

আর চাপা পড়া, বিচ্ছিন্ন হওয়া,
সে সত্যের গলিত লাসের ফসিল
আবেগ, বিশ্বাস আর মতাদর্শের ফর্মায় ফেলে
হয়ে যাবে চিরন্তন!!!
পূজারিরা মাথা ঝুকাও....

সত্যের পচে  যাওয়া, গলে যাওয়া
মাংসপিন্ড, কখনো ভারী করবে বাতাস,
সে দুর্গন্ধময় বাতাসও চাপা পড়বে-
ব্যাক্তি পূজারিদের,
ধুপ আর আগরবাতির কৃত্তিম সুবাসে


পূজারিরা মাথা ঝুকাবে...
মাথা ঝুকাবে- প্রশ্নবিহীন অনুগত্যে!
মাথা ঝুকাবে- আবেগের অতিশয্যে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন